পতেঙ্গায় বেড়িবাঁধে ব্যবসায়ীর লাশ, আঘাতের চিহ্ন শরীরে

চট্টগ্রামের পতেঙ্গায় বেড়িবাঁধ থেকে মো. আলমগীর নামের ৪৫ বছর বয়সী এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে ইপিজেড থানা পুলিশ।

শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টায় পতেঙ্গার রিং রোড় বেড়িবাঁধ থেকে লাশটি উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

ব্যবসায়ী আলমগীর উত্তর পতেঙ্গা এলাকার আব্বাস আলী বাড়ির মো. নূর আলীর ছেলে।

জানা গেছে, আলমগীর একজন বালু ব্যবসায়ী। পাশাপাশি তার অটোরিক্সা ও টমটমের ব্যবসা রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে ব্যবসায়ীক বিরোধের জেরে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, পতেঙ্গা রিং রোড় বেড়িবাঁধের পাশে একটি লাশ দেখে স্থানীয়রা আমাদের খবর দেন। পরে আমরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

তিনি আরও বলেন, ধারনা করা হচ্ছে ব্যবসায়ীক বিরোধে তাকে হত্যা করা হতে পারে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

এএন/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!