পতেঙ্গায় কমিউনিটি পুলিশের বৃক্ষরোপণ

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতের হারানো ঐতিহ্য ফেরাতে শতাধিক চারাগাছ রোপণ করেছে কমিউনিটি পুলিশ।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকাল ৪টায় প্রধান অতিথি হিসেবে ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও পতেঙ্গা সমুদ্র সৈকত কমিউনিটি পুলিশের সভাপতি ওয়াহিদ চৌধুরী বৃক্ষরোপণের উদ্বোধন করেন।

সি-বিচ কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মুছা আলম উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সি-বিচ দোকান মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, মো. জসিম উদ্দিন, সাজ্জাদ হোসেন, মামুন, রুবেল, মনছুর, সাইফুল ইসলাম।

প্রধান অতিথি ওয়াহিদ চৌধুরী বলেন, ‘সবুজই প্রাণের স্পন্দন, বেঁচে থাকার মূলমন্ত্র। সবুজ মানেই প্রকৃতি, প্রকৃতি মানেই প্রাণ। প্রকৃতি না থাকলে মানুষ থাকবে না। মানুষকে তাই প্রকৃতির সন্তান বলা হয়। প্রকৃতি মানুষকে বেঁচে থাকতে শেখায়। জন্মের পর থেকে প্রকৃতির সঙ্গে সখ্য গড়ে ওঠে মানুষের। তাই নিজে বাঁচতে এবং আমাদের নতুন প্রজন্মকে বাঁচাতে হলে একটি গাছ কাটা হলে আরও দশটি গাছ লাগাতে হবে।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!