পতেঙ্গার কন্টেইনার ডিপোতে দগ্ধ রবিউলের মৃত্যু

চট্টগ্রামের পতেঙ্গার বিজয়নগর এলাকার ইনকনট্রেড কন্টেইনার ডিপোতে তেলের ট্যাংক বিস্ফোরণে দগ্ধ রবিউল মারা গেছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেওয়ার পথে বুধবার (২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে তিনি মারা যান।

ইনকনট্রেড ডিপোর ওয়ার্কশপ ম্যানেজার ইয়াছিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘বুধবার ইনকনট্রেড ডিপোতে তেলের ট্যাংক বিস্ফোরণের পর ৩ জনকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছিল। তাদের মধ্যে রবিউলের অবস্থা ছিল আশংকাজনক। সেজন্য তাকে ঢাকা উন্নত চিকিৎসার জন্য পাঠানো হচ্ছিল। কিন্তু পথে রাত ১১টার দিকে রবিউল মারা যান।’

জানা যায়, বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ইনকনট্রেড ডিপোতে তেলের ট্যাংক বিস্ফোরণে ৩ জন নিহত হন। এ সময় ৩ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। এদের মধ্যে রবিউল চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

এ ঘটনায় নিহতরা হলেন, মধ্যম হালিশহর এলাকার বাসিন্দা মুক্তার (২৮), পতেঙ্গার লালদিয়ার চর এলাকার আরমান (২৩), রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকার নেওয়াজ (২৬), নোয়াখালী জেলার বাসিন্দা রবিউল (৩৫)।

আহতরা হলেন, পতেঙ্গা এলাকার বাসিন্দা জুবায়েদ (২৮) এবং বিজয়নগর এলাকার আমির (২৮)।

আরএ/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!