পতেঙ্গায় শিশুকে বাঁচাতে গিয়ে কোটি টাকার গাড়ি রোড ডিভাইডারে

চট্টগ্রামের পতেঙ্গা থানার ভিআইপি রোডে এক শিশুকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে কোটি টাকার গাড়ি। রোড ডিভাইডারের উপর তুলে দিয়ে ওই শিশুকে রক্ষা করেন চালক। এতে চালক আহত হয়েছে।

শনিবার (১৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে পতেঙ্গার মাদ্রাসা গেইট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত চালকের নাম মো. ওয়াসিম (২৯)। তিনি ফেনীর পশুরামপুর বদতলী কালারমার বাড়ির সেলিম উল্লাহর পুত্র।

জানা যায়, শনিবার সকালে নগরের খুলশী থানা এলাকা থেকে প্রাডো ব্র‍্যান্ডের একটি গাড়ি শাহ আমানত বিমান বন্দরে নিয়ে যায়। বিমানবন্দরে গাড়ির মালিককে নামিয়ে দিয়ে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটেছে। এ সময় একটি বিদ্যুতে খঁটিও ক্ষয়ক্ষতি হয়। গাড়িতে মালিকের ম্যানেজারও ছিলেন। তবে তার ক্ষয়ক্ষতি হয়নি। দুর্ঘটনায় চালক ওয়াসিমের নাকে আঘাত লাগে।

পতেঙ্গা থানার এএসআই তসলিম হুদা চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‌‘গাড়িটি উদ্ধার প্রক্রিয়া চলছে। সেখানে ট্রাফিকের রেকার গিয়ে উদ্ধার কাজ চালানো হচ্ছে।’

এমএ/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!