পতেঙ্গায় মোটরসাইকেল চোর ধরে পুলিশে দিল জনতা

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এক মোটরসাইকেল চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। এ সময় তার কাছ থেকে চোরাই মোটরসাইকেল ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

আটক চোরের নাম মো. সোহেল (২৭)। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ থানাধীন বরল্লা এলাকার মেহের আলী হাজী বাড়ির আব্দুল হালিমের ছেলে।

সোমবার (১৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে পশ্চিম হোসেন আহম্মদপাড়া খেজুরতলা এলাকা থেকে সোহেলকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, পতেঙ্গা থানার খেজুরতলা বাইশ কলোনি এলাকা থেকে রোববার (১৩ নভেম্বর) রাত ১০টা থেকে সোমবার (১৪ নভেম্বর) ভোর ৫টার মধ্যে যে কোন সময় মো. সোহাগের এফজেড মোটরসাইকেল ও নগদ ১০ হাজার টাকা চুরি হয়। সোমবার ভোরে খেজুরতলা থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে নিয়ে যায়।

চট্টগ্রাম প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, ‘সোমবার দিবাগত রাতে খেজুরতলা বাইশ কলোনি এলাকা থেকে একটি এফজেড মোটরসাইকেল ও নগদ ১০ হাজার টাকা চুরি হয়। সকালে স্থানীয়দের সহায়তায় খেজুরতলা এলাকা থেকে চোরচক্রের সদস্য মো. সোহেলকে গ্রেপ্তার করা হয়। এই সময় চোরাই মোটরসাইকেল ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

আসামিকে সোমবার আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

এনইউএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!