পতেঙ্গায় বাগীশিকের অভিন্ন সিলেবাস গীতা পরীক্ষা সম্পন্ন

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম মহানগর সংসদের উদ্যোগে ৭ এপ্রিল সকাল ১০টায় পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ে গীতা পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বাগীশিক পতেঙ্গা থানা সংসদ ও ইপিজেড থানা সংসদের অন্তর্ভুক্ত বিভিন্ন মন্দির কমিটির প্রায় ৩২০ জন গীতা শিক্ষার্থী অংশগ্রহণ করেন এই অভিন্ন সিলেবাস গীতা পরীক্ষায়।

এই সময় উপস্থিত ছিলেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের প্রধান উপদেষ্টা অজয় কৃষ্ণ মজুমদার, অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, উত্তম মহাজন নব, লায়ন মানিক রতন শর্মা, ইঞ্জিনিয়ার সঞ্জয় চক্রবর্তী মানিক, মহানগর সংসদের লায়ন প্রদীপ চক্রবর্তী, কেন্দ্র সচিব উত্তম শীল, বাগীশিক পতেঙ্গা থানার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও নগর সংসদের সিনিয়র সদস্য লিটন চৌধুরী, বাসুদেব সেনগুপ্ত।

পতেঙ্গা থানার সভাপতি সুজন শীল, সাধারণ সম্পাদক কাজল চৌধুরী, ইপিজেড থানা সংসদের সভাপতি এডিসন দেব রিজভী, সাধারণ সম্পাদক স্বরুপ শীল, রিপন দাশ বাবু,সুজন মজুমদার মনি,মিলন দাশ, অ্যাডভোকেট অন্তু মহাজন এবং শিক্ষকমণ্ডলীর মধ্যে সুমন দেব, তপজিত দাশ, অপূর্ব সূত্রধর জয়।

বাগীশিক অভিন্ন সিলেবাস গীতা শিক্ষা পরীক্ষায় অংশগ্রহণ করেন পতেঙ্গা শ্যামা সংঘ গীতা শিক্ষালয়, সনাতনী কল্যাণ গীতা শিক্ষালয়, পতেঙ্গা উত্তরণ গীতা শিক্ষালয়, অমৃতালয় গীতা শিক্ষালয়, লোকনাথ ধাম গীতা শিক্ষালয়, ইপিজেড সচেতন সনাতনী গীতা শিক্ষালয়, পার্থ সারথি গীতা শিক্ষালয়, দর্শন গীতা শিক্ষালয়ের শিক্ষার্থীরা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!