পণ্যের দাম বাড়ানোয় শাস্তি রাঙামাটির ১০ ব্যবসায়ীর

করোনাভাইরাসকে পুঁজি করে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করায় রাঙামাটিতে ১০ ব্যবসায়ীকে সাড়ে ২৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২০ মার্চ) সকালে শহরের প্রাণকেন্দ্র বনরুপা বাজার, রিজার্ভ বাজার ও তবলছড়ি বাজারে একইসঙ্গে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাশ, ইসলাম উদ্দিন ও অঞ্জন কুমার দাশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জানিয়েছেন, ব্যবসায়ীরা দোকানের মূল্য তালিকা ছাড়া ইচ্ছামতো গ্রাহকদের কাছ থেকে প্রতিটি পণ্যের দাম বাড়িয়ে নিচ্ছেন। অনেকেই আবার মোবাইল কোর্টের খবর পেয়ে মূল্য তালিকা টানিয়ে দেন এবং তাৎক্ষণিক পণ্যের দামও পরিবর্তন করেছেন।

জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর(এনডিসি) উত্তম কুমার দাশ বলেন, ‘করোনাকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী বাজারে পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন, এমন অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসকের নির্দেশে মোবাইল কোর্ট চালানো হয়েছে। সরেজমিনে গিয়ে ভ্রাম্যমাণ আদালত দোকনদারদের হাতেনাতে ধরে অর্থদণ্ড দিয়েছেন। এ অভিযান অব্যাহত থাকবে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!