পটিয়া হাসপাতালে ১০০ পিপিই দিলেন বিজিএমইএ নেতা নাছির

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পারসোনাল প্রটেক্টিভ ইক্যুইপমেন্ট (পিপিই) প্রদান করেছেন বাংলাদেশ পোষাক উৎপাদন ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাছির।

শনিবার (৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের পক্ষে এই পিপিই গ্রহণ করেছেন পটিয়া হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মো. জাবেদ ও মেডিকেল অফিসার ডাক্তার মো. রিদোয়ান।

বিজিএমইএ নেতার পক্ষে পিপিই হস্তান্তর করেছেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন, আবদুল মালেক, ছৈয়দ তালুকদার, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শামশেদ হিরু, নাজিম উদ্দিন তালুকদার, উপজেলা যুবলীগ নেতা কায়সার হিরু, আবদুল আজিজ, মো. তুহিন।

এ ব্যাপারে বিজিএমইএ পরিচালক মোহাম্মদ নাছির চট্টগ্রাম প্রতিদিনকে জানিয়েছেন, করোনাভাইরাসের প্রার্দুভাব ঠেকাতে সারা দেশে প্রশাসনের সঙ্গে কাজ করছে সেনাবাহিনী। পটিয়া হাসপাতালের ডাক্তাররা যাতে সাহসীকতার সঙ্গে পটিয়াবাসীকে সেবা দিতে পারেন সেজন্য ১০০টি পিপিই প্রদান করা হয়েছে।

তিনি সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সকলকে আহ্বান জানান।

এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!