পটিয়া বাইপাসে সৌদিয়া উল্টে ব্যবসায়ী নিহত, আহত অন্তত ২০

চটগ্রামের পটিয়া বাইপাস সড়কে দুর্ঘটনার কবলে পড়েছে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইপাস সড়কের পাশের খাদে উল্টে পড়ে।

এই দুর্ঘটনায় বাসের যাত্রী সাতকানিয়ার বাসিন্দা মৌলভি মো. শামসু (৫৫) ঘটনাস্থলেই মারা যান। চট্টগ্রামের আগ্রাবাদের ‘লাকি প্লাজা’য় মেহেদি স্টোর নামে তার একটি দোকান রয়েছে। এছাড়া এই ঘটনায় অন্তত ২০ জন আহত হওয়ার কথা জানিয়েছে পটিয়া ফায়ার সার্ভিস।

দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইপাস সড়কের পাশের খাদে উল্টে পড়ে।
দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইপাস সড়কের পাশের খাদে উল্টে পড়ে।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সৌমেন বড়ুয়া জানান, শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের চট্টগ্রামগামী একটি বাস পটিয়া বাইপাস সড়কের মাঝামাঝি অংশ গাজী বাড়ির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ছাড়াও পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করে।

দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইপাস সড়কের পাশের খাদে উল্টে পড়ে।
দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইপাস সড়কের পাশের খাদে উল্টে পড়ে।

এখন পর্যন্ত ওই বাস থেকে একজনের লাশ এবং ২০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে পটিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকাজ এখনও চলছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!