পটিয়া পৌরসভা নির্বাচন, মেয়র পদে জামানত হারালেন বাকি তিন প্রার্থীই

দক্ষিণ চট্টগ্রামের পটিয়া পৌর নির্বাচনে মেয়র প্রার্থীর চারজনের মধ্যে তিনজনই জামানত হারিয়েছেন। বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী ছাড়া বিএনপি, জাতীয় পার্টি ও ইসলামী ফ্রন্ট মনোনীত তিন মেয়র প্রার্থীই জামানত রক্ষার মতো পর্যাপ্ত ভোট পাননি।

গত রোববার (১৪ ফেব্রুয়ারি) পটিয়া পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আইয়ুব বাবুল (নৌকা), বিএনপির মনোনীত প্রার্থী নুরুল ইসলাম সওদাগর (ধানের শীষ), জাতীয় পার্টির (লাঙ্গল) প্রতীক নিয়ে শামসুল আলম মাস্টার ও ইসলামী ফ্রন্টের আলী হোসাইন (মোমবাতি)।

নির্বাচনের ফলাফল অনুযায়ী সর্বনিম্ন ভোট পান মোমবাতি প্রতীকের আলী হোসাইন। তার প্রাপ্ত ভোটের সংখ্যা মাত্র ৮৫৬। ফলাফল অনুযায়ী ১৪ হাজার ৮৩৬ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন নৌকার প্রার্থী আইয়ুব বাবুল। এছাড়া ধানের শীষ প্রতীকের নুরুল ইসলাম সওদাগর ১ হাজার ৪৯৪ ভোট পেয়ে ২য় এবং লাঙ্গল জাতীয় পার্টির শামসুল আলম মাস্টার ১ হাজার ১১৭ ভোট পেয়ে তৃতীয় হন।

এ ব্যাপারে পটিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার আরাফাত আল হোসাইনী জানান, ধানের শীষ লাঙ্গল ও মোমবাতি প্রতীকের প্রার্থীরা জামানত হারিয়েছেন।

কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!