পটিয়া পৌরসভায় ছিটানো হলো জীবাণুনাশক

পটিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে পৌরসভা ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে জীবাণুনাশক পানি ছিটানো হয়েছে।

রবিবার (৩০ মার্চ) সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ ও পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোমেন বড়ুয়া।

জানা যায়, সকাল হতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া অংশের সড়ক এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে জীবাণুনাশক পানি ছিটানো চলে বিকাল পর্যন্ত।

এ ব্যাপারে পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ বলেন, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে পৌরসভা ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে পুরো পটিয়া পৌরসভায় আমরা জীবাণুনাশক পানি ছিটিয়ে এ ভাইরাস হতে পৌরবাসীকে বাঁচানোর জন্য প্রাণপন চেষ্টা করে যাচ্ছি।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোমেন বড়ুয়া বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাস রোধে পটিয়া পৌরসভার সাথে সমন্বয় করে সম্পূর্ণ লজিস্টিক সাপোর্ট দিয়ে জনসচেতনতামূলক কার্যক্রমে আমরা সহযোগিতা করে যাবো।

এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!