পটিয়া পৌরসভার কর্মচারীদের বেতন সরকারিভাবে প্রদানের দাবি

পটিয়ায় শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন ঘোষিত অবস্থান কর্মসূচি। সোমবার (১ জুলাই) সকালে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বক্তারা পটিয়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদানের দাবি জানান।

পটিয়া পৌরসভার সচিব মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পটিয়া সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি সহকারী প্রকৌশলী মিজানুর রহমান খন্দকার, উপ সহকারী প্রকৌশলী মো. শাহজাহান, প্রশাসনিক কর্মকর্তা করুণা কান্তি বড়ুয়া ও প্রধান সহকারী শহীদুল ইসলাম।

এতে বক্তারা বলেন, পৌরসভা প্রশাসনিক ইউনিট হিসেবে সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। পৌরবাসীর যাবতীয় সেবা পৌরকর্মীরা প্রদান করে থাকে। কিন্তু পৌরকর্মীদের বেতন-ভাতা নিয়মিত না হওয়ায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছে। তারা সরকারের কাছে রাষ্ট্রীয় কোষাগার হতে বেতন ভাতা ও পেনশন প্রদানের দাবি জানান।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!