পটিয়ায় ৪০ রোহিঙ্গা আটক

চট্টগ্রামের পটিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নারী-শিশুসহ ৪০ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পটিয়া থানা পুলিশ। তারা কক্সবাজারের টেকনাফ-উখিয়ার বিভিন্ন শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে এসেছে বলে পটিয়া থানা পুলিশ নিশ্চিত করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোররাতে পটিয়ার পাহাড়ি অঞ্চল হাইদগাঁও ত্রিপুরা দীঘির হাটসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন জানান, এসব রোহিঙ্গারা কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়ে এসে পটিয়ার বিভিন্ন ইউনিয়নে ছড়িয়ে-ছিটিয়ে ছিল। তারা পটিয়ায় চুরি-ছিনতাই ও অসামাজিক কর্মকাণ্ডসহ নানান অপরাধে নিজেদেরকে জড়িয়েছিল। আটককৃতদের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়ে দেয়া হবে।

এএইচ/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!