পটিয়ায় ১৬০ জন ষাটোর্ধ্ব পেলেন বুস্টার ডোজ

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ষাটোর্ধ্ব বয়সীদের টিকা দেওয়ার মধ্য দিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে করোনার বুস্টার ডোজের কার্যক্রম। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কার্যক্রম চলে।

এ ব্যাপারে পটিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ জানান, অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে বুস্টার ডোজ দেওয়া শুরু করেছি। পটিয়া ও কর্ণফুলী উপজেলার ষাটোর্ধ্ব বয়সীরা এ টিকার আওতায় আসবেন।

এর মধ্যে আমরা টিকার ম্যাসেজ পাঠিয়েছি। যারা টিকার ম্যাসেজ পেয়েছেন তারাই বুস্টার ডোজ পাবেন। মঙ্গলবার প্রথমদিনে আমরা ১৬০ জনকে বুস্টার ডোজ টিকা দিতে পেরেছি।

এদিকে প্রতিদিন ২০০ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে টিকা মজুদ থাকা সাপেক্ষ পটিয়া হাসপাতালে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী জানান, বুস্টার ডোজের প্রথম প্রাধান্য ফাইজার, দ্বিতীয় মর্ডানা এবং তৃতীয় অ্যাস্ট্রাজেনেকা। যেসব কেন্দ্রে ফাইজার টিকা দেওয়ার ব্যবস্থা নেই তারা চাইলে অন্য টিকা দিয়ে বুস্টার ডোজ কার্যক্রম শুরু করতে পারেন।

সে হিসেবে পটিয়া উপজেলায় অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের সক্ষমতা অনুযায়ী কতজনকে টিকা দেওয়া যাবে তা কর্তৃপক্ষ ঠিক করবে বলে জানান জেলার এ স্বাস্থ্য কর্মকর্তা।

কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!