পটিয়ায় ১২ বছরে ৩ হাজার কোটি টাকার উন্নয়ন: হুইপ সামশুল হক

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, পটিয়ায় বিগত ১২ বছরে প্রায় ৩ হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। তৎমধ্যে শুধু জিরি ইউনিয়নে ৭০ কোটি টাকার বেড়িবাঁধ, ৪৪ কোটি টাকার কৈয়গ্রাম সেতু, বড় গার্ডার সেতু, সাইক্লোন সেন্টার, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজসহ বিভিন্ন রাস্তাঘাট উন্নয়নে প্রায় ২০০ কোটি টাকার কাজ হয়েছে। আগামীতেও এ উন্নয়ন যাত্রা অব্যাহত থাকবে। এজন্য সকল নেতাকর্মী ও শুভাকাঙ্খীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) জিরি ইউনিয়নের লামারবাজার এলাকায় ১ কোটি ১৭ লাখ টাকা ব্যায়ে জিরি মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ মো. তৈয়ব শাহ’র নামে নির্মিত সড়কের উদ্বোধনকালে এসব কথা বলেন হুইপ সামশুল হক।

এ সময় উপস্থিত ছিলেন নবাগত পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, সহকারী কমিশনার (ভূমি) ইনামুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, আওয়ামীলীগ নেতা আজিমুল হক, মুজিবুল হক চৌধুরী নবাব, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রিটন মাস্টার, আওয়ামীলীগ নেতা শাহজাহান বাহদুর, মো. নাছির, জেবল হোসেন, আবদুছ সমদ, ইউসুফ মাস্টার, নুর মোহাম্মদ চৌধুরী, যুবলীগ নেতা শাহ আজিজ, মো. মহিউদ্দিন, মো. জামাল, মো. ফেরদৌস, জানে আলম, মো. মিজান, ছাত্রলীগ নেতা মো. ওয়াহিদ, সিফাত, স্বেচ্ছাসেবকলীগ নেতা শেখ বেলাল প্রমুখ।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!