পটিয়ায় হোম কোয়ারেন্টাইনে না থাকায় সৌদি ফেরত যুবককে জরিমানা

পটিয়ায় সৌদি ফেরত যুবককে হোম কোয়ারেন্টাইনে না থাকায় পাঁচ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা জাহান উপমা। সৌদি ফেরত ওই ব্যাক্তির নাম নুরুল হক। তিনি পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের ৯নং ওয়াডের দুলা মিয়ার ছেলে। ১৬ মার্চ তিনি সৌদি আরব থেকে দেশে আসেন।

এ বিষয়ে ইউএনও ফারহানা জাহান উপমা জানান, ১৬ মার্চ প্রবাস থেকে দেশে আসেন নুরুল হক। তিনি প্রশাসনের নির্দেশনা না মেনে হোম কোয়ারেন্টাইনে থাকেননি।
উল্টো বাইরের লোকজনের সাথে মেলামেশা করছেন।

ইউএনও আরও বলেন, জনস্বার্থে সচেতনতার জন্য তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সচেতনতা বৃদ্ধির জন্য এ অভিযান অব্যাহত থাকবে।

এছাড়া পটিয়ার কচুয়াই ইউনিয়নে বিদেশ ফেরত দিদারুল আলম ও আব্দুর রহিমকে ১৪ দিন পর্যন্ত হোম কোয়ারান্টাইনে থাকার পরামর্শ দেন ইউএনও।

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!