পটিয়ায় স্বাস্থ্য কর্মকর্তার জামিন লাভ

পটিয়ায় স্বাস্থ্য কর্মকর্তার জামিন লাভ 1পটিয়া প্রতিনিধি : পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা শফিকুল ইসলাম আপিলের মাধ্যমে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে  বুধবার আদালত তাকে জামিন দেন। পটিয়া জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের হাকিম মুহিদুল ইসলাম তার জানিম মঞ্জুর করেন। এর আগে আদালতের আদেশ অমান্য করে আদালতে মেডিকেল সনদ দাখিল না করায় উক্ত আদালত শফিকুল ইসলামকে ৭ দিনের কারাদন্ড প্রদান করেন। শফিকুল ইসলাম জানান, জখমীর সনদ চেয়ে আদালত স্বাস্থ্য কর্মকর্তাকে নোটিশ প্রদানসহ দুইবার তাগাদাপত্র দিলেও স্বাস্থ্য কর্মকর্তার অধীনস্থ অফিস সহকারী বিষয়টি স্বাস্থ্য কর্মকর্তাকে জানাননি। এমনকি গত ১৪ মে স্বাস্থ্য কর্মকর্তাকে আদালতে স্বশরীরে হাজির হওয়ার জন্য নির্দেশ দিলে স্বাস্থ্য কর্মকর্তা শফিকুল ইসলাম তিনি আদালতে হাজির হয়েছেন। কিন্তু আদালতের লোকজন তার আবেদন ম্যাজিষ্ট্রেটের সামনে উপস্থাপন করেননি। এছাড়া জখমীর সনদ আবাসিক মেডিকেল অফিসার ও সংশ্লিষ্ট চিকিৎসক প্রদান করে থাকেন। এতে তার কোন দায়িত্ব নেই। তিনি আদালতের সমন না পাওয়ায় এবং যথা সময়ে আদেশ বাস্তবায়ন করতে না পারায় দুঃখ ও ক্ষমা প্রার্থনা করলে আদালত মার্জনাপূর্বক আপিলের শর্তে তাকে জামিন প্রদান করেছেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!