পটিয়ায় স্থগিত হওয়া দুই ইউনিয়নে ভোট ৭ ফেব্রুয়ারি

চট্টগ্রামের পটিয়া উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থগিত হওয়ার দুইটি ভোটকেন্দ্রের পুনঃভোট অনুষ্ঠিত হবে আগামী ৭ ফেব্রুয়ারি।

এছাড়া আরও দুটি ভোটকেন্দ্রের অনিয়ম ও বিশৃঙ্খলার বিষয়ে তদন্ত করে ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

বুধবার (২৬ জানুয়ারি) পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আরাফাত আল হোসাইনী জানান, গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থগিত হওয়া দুই ইউনিয়নের দুই ভোট কেন্দ্রে ভোটগ্রহণ ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

স্থগিত হওয়া কেন্দ্রগুলোর মধ্যে জিরি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাইদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান পদে, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে, কচুয়াই ইউনিয়নের সীতাবিধু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে, ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

দুই ইউনিয়নের এই দুই কেন্দ্রে আগামী ৭ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

তিনি আরও বলেন- ‘ছনহরা ইউনিয়নের স্থগিত হওয়া দুটি কেন্দ্রের বিষয়ে তদন্ত প্রতিবেদন আগামী এক সপ্তাহের মধ্যে দিতে চিঠি দিয়েছেন কমিশন। আমরা তদন্ত প্রতিবেদন তৈরির লক্ষ্যে কাজ করছি।’

এদিকে একই নির্বাচনের দিন ছনহরা ইউনিয়নের দুটি কেন্দ্রে অনিয়ম ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে স্থগিত হওয়া কেন্দ্রগুলোর বিষয়ে তদন্ত করে আগামী এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে বলেছে নির্বাচন কমিশন।

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!