পটিয়ায় মহিষ চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা ৬ চোর

চট্টগ্রামের পটিয়ায় মহিষ চুরি করে পিকআপে তুলে নিয়ে যাওয়ার সময় ৬ চোরকে হাতেনাতে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোররাতে পটিয়ার কেলিশহর এলাকা থেকে পিকআপসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হল কেলিশহর গুচ্ছ গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে সুজন (২০), আলমগীরের ছেলে পারভেজ (২৫), জসিম উদ্দিনের ছেলে সাইম (১৮), লোহাগাড়া চরম্বা গ্রামের আবদুর রশিদের ছেলে আলমগীর (২৬), সুলতান আহমদের ছেলে আবদুস ছবুর (৩৫), আহমদ মিয়ার ছেলে জামাল হোসেন (২৬) ও উত্তর ছদহা গ্রামের আহমদ মিয়ার ছেলে জামাল হোসেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন। তিনি বলেন, পটিয়া থেকে মহিষ চুরির সময় ৬ চোরকে পিকআপসহ আটক করা হয়েছে। তারা জানিয়েছে, চোরাই মহিষগুলো লোহাগাড়ায় নিয়ে যাওয়া হচ্ছিল।

পটিয়া থানার উপ-পরিদর্শক মোবারক হোসেন বলেন, পশু চুরি করাই তাদের পেশা। কেলিশহর গুচ্ছ গ্রামটি পশু চুরির জন্য নিরাপদ এলাকা হিসাবে তারা ব্যবহার করে আসছে। অবশেষে তারা পুলিশের হাতে ধরা পড়ে। তাদের বিরুদ্ধে মামলার পক্রিয়া চলছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!