পটিয়ায় মাদক ব্যবসায়ী ও সেবীর সাজা

৩০০ লিটার মদ জব্দ

চট্টগ্রামের পটিয়ায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা জাহান উপমা তাদের কারাদণ্ডের এ আদেশ দেন। এ সময় ৩০০ লিটার চোলাই মদও জব্দ করা হয়েছে।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন, কেলিশহর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শেবু ধরের ছেলে জনি ধর (২৫), মোহাম্মদ ইমরান প্রকাশ এনাম ড্রাইভার (২৪) ও কেলিশহর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জিয়াউর রহমানের স্ত্রী খাদেজা বেগম (৩৭)। তিনজনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। টাকা অনাদায়ে আরও ৭ দিনের জেল দেওয়া হয়।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা জাহান উপমা বলেন, ‘মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!