পটিয়ায় বাস-সিএনজির মুখোমখি সংঘর্ষে নিহত ২

সত্তর বছর বয়সী সংঘদাশ বড়ুয়া। সাতকানিয়া থেকে ভোর বেলায় আরেক ভাতিজা উত্তম বড়ুয়াকে নিয়ে যাচ্ছিলেন পটিয়া সদরে ভাতিজার বাসায়। কিন্তু এই যাওয়া শেষ যাওয়া সেটা কে জানতো? ভোর সাড়ে পাঁচটার ফাঁকা সড়কে সিএনজি ট্যাক্সি ও বেপরোয়া গতির বাসের মুখোমুখি সংঘর্ষে কেড়ে নিলো চাচা-ভাতিজার প্রাণ।

বুধবার (৩ জুলাই) পটিয়া উপজেলার কমল মুন্সিরহাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এতে সিএনজি চালক উত্তম বড়ুয়া ও যাত্রী সংঘধাশ বড়ুয়া ঘটনাস্থলেই নিহত হন।

বিষয়টি নিশ্চিত করে পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশ পরিদর্শক মিজানুর রহমান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, কক্সবাজারগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহি বাসের সাথে সিএনজি চালিত ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি।

নিহত ট্যাক্সি চালক উত্তম বড়ুয়া সাতকানিয়ার শীলঘাটা গ্রামের অমল বড়ুয়ার ছেলে। অপরজন তার চাচা সংঘদাশ বড়ুয়া।

তিনি আরো জানান, শ্যামলী পরিবহনের বাস (ঢাকামেট্রো-ব ১৫-১৭৫৩) আটক আছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রত্যক্ষদর্শী জামাল হোসনে জানান, সিএনজি চালিত ট্যাক্সিটির গতিছিল বেপরোয়া। বাস বাসের লাইনেই ছিল। ট্যাক্সি চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সাথে ধাক্কা লাগে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে ওদের উদ্ধার করে লাশ পুলিশে বুঝিয়ে দিয়েছে।
এফএম/এমএএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!