পটিয়ায় বাজার মনিটরিং করলেন এসিল্যান্ড

পটিয়ায় বাজার মনিটরিং করলেন এসিল্যান্ড 1পটিয়া প্রতিনিধি: পটিয়া পৌর সদরে রমজানের বাজার মনিটরিং করলে সহকারী কমিশনার (ভুমি) মিল্টন রায়। বৃহস্পতিবার দুপুরের পর পৌর সদরের কামাল বাজারসহ বিভিন্ন এলাকায় মোবাইল কোর্টও পরিচালনা করা হয়। এতে দ্রব্যমূল নিয়ন্ত্রন, পণ্যের গুনগত মান বজায়, ওজনে সঠিক পরিমাপ নিশ্চিত করতে ব্যবসায়ীদের নির্দেশ দেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারা মোতাবেক তিনজন ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
জানা গেছে, প্রতি বছরের ন্যায় চলতি রমজান মাসে বাজারের গুনগত মান বজায় রাখতে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুনের নির্দেশে এসিল্যান্ড মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় বাজারের বিভিন্ন মাংসের দোকান, সবজির বাজার, মাছের বাজার, মসলার দোকান, মুদি দোকান, বেকারিসহ বিভিন্ন দোকানে মনিটরিং করা হয়। ভোক্তা অধিকার রক্ষার্থে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়।
পটিয়া সহকারী কমিশনার (ভুমি) মিল্টন রায় জানিয়েছেন, রমজান মাসে বাজারের গুনগত মান নিয়ন্ত্রন রাখতে অভিযান চালানো হয়েছে। কোন গ্রাহকের অভিযোগ পেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবস্থা নেওয়া হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!