পটিয়ায় দোকান খোলা রাখায় ১০ হাজার টাকা জরিমানা

পটিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখায় এক দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ মার্চ) সকালে এ জরিমানা করা হয়।

জানা গেছে, পটিয়া পৌরসদরের পোস্ট অফিস মোড় এলাকায় খাজা আজমীর সেনিটারী নামের একটি দোকান কয়েকদিন ধরেই খোলা ছিল। অথচ করোনা ভাইরাস সংক্রমন এড়াতে দেশব্যাপী সরকার দোকানপাট বন্ধ রাখা নির্দেশনা দেয়। সে অনুযায়ী দোকানের মালিক মো.ইদ্রিসকে উপজেলা প্রশাসন দোকান বন্ধ রাখতে নির্দেশনা প্রদান করে। কিন্তু এরপরও দোকান খোলা রাখায় শনিবার সকালে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা জাহান উপমা চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, আমরা প্রতিদিন উপজেলার বিভিন্ন স্থানে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলা ও জনসচেতনতা মূলক কার্যক্রমের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। তার ধারাবাহিকতার অংশ হিসেবে আজ সকালে পোস্ট অফিস মোড় এলাকায় একটি সেনিটারী দোকানীকে দোকান খোলা রাখায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এই প্রতিষ্ঠানের মালিককে দোকান বন্ধ রাখতে আগে থেকেই নির্দেশনা দেওয়া হয়েছিল। নির্দেশনা না মানায় তাকে জরিমানা করা হয়।’

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!