পটিয়ায় দু’দিনে দু’টি সড়ক দূর্ঘটনা

পটিয়ায় দু’দিনে দু’টি সড়ক দূর্ঘটনা 1পটিয়া প্রতিনিধি : পটিয়ায় মাত্র কয়েক ঘন্টা ব্যবধানে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তিরহাট এলাকার ভেল্লাপাড়া ব্রিজের একটু আগে খালের পাশের খাদে পড়ে আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের মধ্যে ২৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৫ জুলাই) সকালে আবারও এই দুর্ঘটনা ঘটেছে।

এর আগে মঙ্গলবার (০৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পটিয়া উপজেলার গৈরলার টেক এলাকায় এই দুর্ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার গৈরলার টেক এলাকায় বিআরটিসির একটি দোতলা বাস উল্টে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে ১৪ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন-নিপা (১৭), বিলকিছ (১৭), জান্নাত (১৮), রুমি (১৬), নার্গিস আক্তার (২১), নাসিমা (২৫), প্রিয়া আক্তার (২৪), পারভিন আক্তার (২৩), সুমী আক্তার (২২), মনোয়ারা বেগম (২০), মৌসুমী (১৮), সালমা (১৯), রুবেল (২১), সেকান্দর হোসেন (২৩)। তারা নগরীর বিভিন্ন এলাকায় বাস করেন।

পটিয়া হাইওয়ে ক্রসিং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আরিফ জানান, নগরীর বিভিন্ন এলাকা থেকে শ্রমিকদের নিয়ে পটিয়া এলাকায় অবস্থিত একটি গার্মেন্টেসে যাচ্ছিল বাসটি (চট্ট-মেট্রো-ব- ০৫ ০২২৩২)। পথে সকাল আটটার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে শান্তিরহাট এলাকার ভেল্লাপাড়া ব্রিজের একটু আগে খালের পাশের খাদে পড়ে যায়। এতে অন্তত ৩০ জন আহত হন। তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর অধিকাংশকেই চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসেন বলেন, পটিয়া সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে ২৩ জনকে সকাল সোয়া নয়টার দিকে হাসপাতালে আনা হয়। তাদের ক্যাজুয়েলটি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!