পটিয়ায় দুই প্রবাসীকে ‘স্বেচ্ছাবন্দি’ থাকার পরামর্শ

চট্টগ্রামের পটিয়ায় দুই প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। তাদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। দুইজন দুবাই ও কুয়েত থেকে (৪ মার্চ ও ১৫ মার্চ) দেশে এসেছেন বলে জানা গেছে।
তাদের কাশি ও জ্বর থাকায় হোম কোয়ারেন্টাইনে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো. জাবেদ। তিনি বলেন, ‘বিদেশফেরত যাত্রীদের আমরা ডেকে এনে স্বাস্থ্যের খোঁজখবর নিচ্ছি। এক পুরুষ ও এক নারীকে আমরা হোম কোয়ারেন্টাইনে থাকাসহ চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতাল ও জেনারেল হাসপাতাল এবং সরকারি হটলাইনে যোগাযোগ করতে পরামর্শ দিয়েছি।

তবে করোনা ভাইরাস মোকাবেলায় পটিয়া হাসপাতালে বিশেষ আইসোলেশন ইউনিট খোলা হয়েছে বলেও জানান এ কর্মকর্ত।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!