পটিয়ায় জমি নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত ১৫

চট্টগ্রামের পটিয়ায় জমি বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৯ মে) বেলা ১২টার দিকে উপজেলার শোভনদণ্ডি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সংঘর্ষের সময় খলিলুর রহমানের ছেলে আবু তালেবের পক্ষে ৯ জন ও আবদুল গণির শফিকের পক্ষে ৬ জন আহত হয়েছে। এদের মধ্যে ১০ জনের নাম জানা গেছে। তারা হলেন শাহ আলম (৫৫), সালাউদ্দিন (২০), শাহাদাত হোসেন (৩২), বজল আহমদ (৫৫), আবু তালেব (৪৫), রুবেল (৩০), জনি (২৫), জোহরা খাতুন (৬০), মরিয়ম বেগম (৩০) ও মহিউদ্দিন (৩৫)। আহতদের মধ্যে ৭ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭ জনকে আটক করেছে পটিয়া থানা পুলিশ।

জানা গেছে, জায়গা-জমির বিরোধ নিষ্পত্তির জন্য দুইপক্ষকে নিয়ে একাধিকবার বৈঠক করেছেন ইউপি চেয়ারম্যান এহসানুল হক ও পরিষদের সদস্য ফরিদুল আলম।

সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইসমাইল বলেন, এ বিষয়ে আদালতেও মামলা চলমান রয়েছে। একপক্ষ ঘর তৈরি করতে গেলে মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দীন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!