পটিয়ায় ছিনতাইকৃত সিএনজি অটোরিকশা উদ্ধার উখিয়া থেকে

পটিয়ায় চালককে অজ্ঞান করে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করে একটি চক্র। সেই চক্রের একজনকে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) সিএনজিসহ আটক করে কক্সবাজারের উখিয়ার পালংখালী থেকে। অজ্ঞানপার্টির আটক সদস্যের নাম নাসির উদ্দিন। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জের আবুল কালামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে পিবিআইয়ের উপ-পরিদর্শক পরিতোষ দাশ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ১২ সেপ্টেম্বর পটিয়া থেকে চালককে অজ্ঞান করে তার মোবাইল ও সিএনজি অটোরিকশা নিয়ে চম্পট দেয় নাসির। ওইদিনই পটিয়া থানায় মামলা দায়ের হয়। ২৬ সেপ্টেম্বর মামলাটি পিবিআইতে হস্তান্তর হয়। ২৯ সেপ্টেম্বর তদন্তের ভার আসে আমার উপর। পিবিআইয়ের (মেট্রো) পরিদর্শক সন্তোষ কুমার চাকমা স্যারের তত্বাবধানে আমি ২৪ ঘণ্টার মধ্যে ছিনতাইকারীকে আটক ও ছিনতাই হওয়া সিএনজি উদ্ধার করতে সক্ষম হই।

তিনি আরো জানান, নাসির সিএনজি ছিনতাইয়ের সংঘবদ্ধ চক্রের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। যাচাই বাছাই শেষে আমরা ব্যবস্থা নেবো।

এফএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!