পটিয়ায় কেন্দ্রীয় যুবলীগ নেতা বদিউল দাঁড়াতেই দেননি হেফাজতকে

বাংলাদেশে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক বদিউল আলমের তৎপরতায় চট্টগ্রামের পটিয়ায় শুক্রবার মাঠেই নামতে পারেনি হেফাজত ইসলামের নেতাকর্মীরা।

শুক্রবার বাদে জুমা সারাদেশের মতো পটিয়ায় হেফাজত ইসলামের নেতাকর্মীদের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করার কর্মসূচি ছিল। যুবলীগের কেন্দ্রীয় নেতা বদিউল আলম শুক্রবার সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলন করে হুঁশিয়ারি জানালে পটিয়া থানা পুলিশ ও উপজেলা প্রশাসন তৎপর হয়ে ওঠে। শেষ পর্যন্ত নির্ধারিত কর্মসূচি থেকে সরে দাঁড়ায় হেফাজত।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দেশরত্ন পরিষদের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন, দক্ষিণ জেলা দেশরত্ন পরিষদের সভাপতি আলহাজ শাহজাহান চৌধুরী, পটিয়া উপজেলা মৎসজীবী লীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, পটিয়া উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. আবু ছৈয়দ, মহানগর যুবলীগ নেতা মোক্তার আহমেদ আরিফ, ভাটিখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, আশিয়া ইউনিয়ন আ’লীগ নেতা নাছির উদ্দিন, আজিজুল হক মানিক, তৌহিদুল আলম জুয়েল, সাইফুল ইসলাম শাহীন, উজ্জ্বল ঘোষ, সাইফুল ইসলাম জুয়েল, ছাত্রনেতা সাজ্জাদ হোসেন, মেহেদি হাসান মারুফ, জয়নাল আবেদীন রাফি প্রমুখ।
পটিয়ায় কেন্দ্রীয় যুবলীগ নেতা বদিউল দাঁড়াতেই দেননি হেফাজতকে 1
যুবলীগের কেন্দ্রীয় নেতা বদিউল আলম বলেন, হেফাজতে ইসলাম একাত্তরের শত্রু, রাজাকার আলবাদরদের দোসর, দেশের স্থিতিশীলতা, গণতন্ত্র ও উন্নয়নের শত্রু বিএনপি-জামায়াতের মদদপুষ্ট হেফাজতে ইসলামকে যেকোনো মূল্যে প্রতিহত করার ঘোষণা দেন তিনি। পটিয়ায় হেফাজতের সাম্প্রতিক তাণ্ডবের চিত্রও তুলে ধরেন তিনি।

তিনি বলেন, হেফাজতে ইসলামের পৃষ্ঠপোষকতায় যারা জড়িত থাকবে প্রধানমন্ত্রী বলেছেন, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে। সরকারের পৃষ্ঠপোষকতায় কওমি মাদ্রাসা চলছে। অথচ তারা মুজিববর্ষের সমাপনী অনুষ্ঠানে দিন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় স্বাধীনতা দিবস পালনের ঐতিহাসিক মুহূর্তে ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, হাটহাজারীতে ধ্বংসলীলা চালিয়েছে। তিনি হেফাজতের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে সাংবাদিক, সুশীল সমাজ ও দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!