পটিয়ায় অস্ত্রসহ বিএনপি নেতা লুতু ও সাজাপ্রাপ্ত আসামি মোমিন গ্রেফতার

পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের মোল্লাপাড়া থেকে একটি দেশীয় এলজিসহ বিএনপি নেতা লুৎফুর রহমান প্রকাশ ডাকাত লুতু (৩৭) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।

patiya

লুতু উপজেলার জিরি ইউনিয়নের মোল্লাপাড়ার আবদুল্লাহ সওদাগরের বাড়ির মৃত মাওলানা হাছানের ছেলে।

 

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রেফায়েত উল্লাহ চৌধুরী বলেন, লুতু স্থানীয় বিএনপি নেতা এবং চুরি-ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত। ২০১৩ সালে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা হরতালে সময় পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় দায়িত্বরত পটিয়া থানার তখনকার এস আই নেয়ামতউল্লাহ (বর্তমানে চন্দনাইশ থানার ওসি) কে গুলি করে আহত করেছিলেন বিএনপি নেতা লুতু। এ ঘটনায় তার বিরুদ্ধে পটিয়া থানায় মামলা রয়েছে। এ মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পুলিশ দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল।

 

এদিকে একই রাতে পটিয়া উপজেলার রতনপুর এলাকায় অভিযান চালিয়ে মমিন হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মমিন অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে জানান পটিয়া থানার ওসি।

 

রিপোর্ট : সুমন কুমার দে

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!