পটিয়ার নাথপাড়ায় আগুনে ১৮ বসতঘর পুড়ে ছাই

বাংলা নববর্ষের প্রথম দিনে পটিয়া উপজেলার জিরি ইউনিয়ের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নাথ পাড়ায় মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে রান্নার চুলা থেকে আগুন লেগে ১৮ টি বসত ঘর পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত পরিবারেরা জানান, অবশিষ্ট নেই কিছু, সব ছাই। বাংলা নতুন বছরের প্রথম দিনে এভাবে খোলা আকাশের নিচে থাকতে হবে। আগুনে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেন।

জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে একজন গৃহবধূ রান্নাঘরের চুলায় ভাতের পাতিল বসিয়ে পাশের মন্দিরে পূজা দিতে যায়। আর ততক্ষণে সেই চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে এক এক করে সবকটি ঘরে ছড়িয়ে পড়ে।

স্হানীয়রা সরকারি সেবা সংস্থার হট লাইনে ৯৯৯ এ কল দিয়ে জানালে খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিস টিম ২০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু ততক্ষণে নাথ পাড়ার লোকজনের কিছুই অবশিষ্ট ছিল না। সব পুড়ে ছাই যায়।

ক্ষতিগ্রস্তরা হলেন নাথ পাড়ার তাপস নাথ, মনোরঞ্জন নাথ, ঝন্টু নাথ, চিত্তরন্জন নাথ, মধু নাথ, যীশু নাথ, রুপন নাথ, বিপন নাথ, নিপু নাথ, অরবিন্দু নাথ, সুজন নাথ, মনোরন্জন নাথ, সুনীল নাথ, রুহিনী নাথ, প্রফুল্ল নাথ, বাদল নাথ, টিটু নাথ ও পবন নাথ।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোমেন বড়ুয়া বলেন, ‘আমরা সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছি। ঘণ্টা খানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছি। আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিক কিছু বলতে পারছি না। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তদন্তের পর জানা যাবে।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরো বলেন, ‘আজ আগুন নেভাতে অনেক লোকজনের ভিড় হয়েছিল। সেখানে দূরত্ব বজায় রাখা অসম্ভব ছিল। এতে করোনা ভাইরাস বহনের প্রচণ্ড সম্ভাব্যতা তৈরি হয়েছে। ’

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!