পটিয়ার দুই লবণ কারখানার বিরুদ্ধে বিএসটিআইয়ের মামলা

চট্টগ্রামের পটিয়ার ইন্দ্রপুলের দুটি লবণ কারখানার বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই)। কারখানা দুটি হল ইন্দ্রপুল লবণ শিল্প এলাকার মেসার্স সেলিম সল্ট ক্রাশিং ইন্ডাস্ট্রিজ ও মেসার্স এআই সল্ট ক্রাশিং ইন্ডাস্ট্রিজ। বুধবার (১৬ সেপ্টেম্বর) নিয়মিত সার্ভিল্যান্স অভিযানে বিএসটিআইয়ের মান সনদ না থাকায় ওই দুটি লবণ কারখানার বিরুদ্ধে মামলা করা হয়।

বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাক আহম্মেদের নেতৃত্বে ও মাঠ কর্মকর্তা মো.আশিকুজ্জামানের সমন্বয়ে ইন্দ্রপুল এলাকায় নিয়মিত সার্ভিল্যান্স অভিযানটি পরিচালিত হয়।

বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের সহকারী মোস্তাক আহম্মেদ বলেন,‘পটিয়া ইন্দ্রপুল এলাকার কারখানা দুটির উৎপাদিত আয়োডিনযুক্ত লবণে বিএসটিআইয়ের মান সনদ না থাকায় মামলা দায়ের করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!