নয় বছর পর আর্সেনালের টানা প্রথম দুই ম্যাচ জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে আর্সেনাল। নিউক্যাসলকে হারিয়ে শুরু হয়েছিল মৌসুম। শনিবার বার্নলির বিপক্ষেও জয় তুলে নিয়েছে গানাররা। নিজেদের মাঠে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। ২০০৯ সালের পর এবারই প্রথম লিগে নিজেদের প্রথম দুই ম্যাচেই জিতল আর্সেনাল। নয় বছর পর দেখা দিল ফের এমন সাফল্য!

শনিবার এমিরেটস স্টেডিয়ামে স্বাগতিকদের গোল দুটি করেন আলেকজান্দ্রে লাকাজেত ও পিয়েরে-এমেরিক আউবামেয়াং।

যদিও প্রতিপক্ষের মাঠে দুর্দান্ত খেলেছে বার্নলি। মনে হচ্ছিল পয়েন্ট নিয়েই মাঠ ছাড়বে তারা। যদিও তা হয়নি। ম্যাচের ১৩তম মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। লাকাজেতের ভাসানো হেড কর্নারের বিনিময়ে আটকে দেন গোলরক্ষক নিক পোপ। তারপর দানি সেবাইয়োসের কর্নার কিক থেকে ভেসে আসা বল পেয়ে যান লাকাজেত। বল নিয়ন্ত্রনে নিয়ে দেখার মতো এক গোল করেন এই ফরাসি ফরোয়ার্ড।

অবশ্য ৪৩তম মিনিটে এসে স্বাগতিক দর্শকদের হতাশ করে সমতায় ফেরায় বার্নলি। গোলদাতা অ্যাশলি বার্নস (১-১)।

ফের এগিয়ে যেতে দারুণ লড়লেও প্রতিপক্ষের গোলকিপার নিক পোপকে হারানো যাচ্ছিল না। অবশেষে ৬৪তম মিনিটে নিশানা খুঁজে নেন আউবামেয়াং। গ্যাবনের এই ফরোয়ার্ডই গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা! তার গোলেই স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে উনাই এমেরির দল।

তবে ম্যাচসেরা দানি সেবাইয়োস। জুলাইয়ে রিয়াল মাদ্রিদ থেকে ধারে আর্সেনালে যোগ দিয়েই যােগ্যতার পরিধিটা দেখালেন এই প্লেমেকার।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!