ন্যাশনাল ফিড মিলের দর বেড়েছে ২৭ দশমিক ৮৩ শতাংশ

সিএসই সাপ্তাহিক লেনদেন

চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) ন্যাশনাল ফিড মিল লিমিটেড গত সপ্তাহে (৫ থেকে ৯ মে) দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৭ দশমক ৮৩ শতাংশ। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৩ কোটি ৮ লাখ ৩৫৬ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ ৬৫ কোটি ৪১ লাখ ৭৮২ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এসএস স্টিল লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৬ দশমিক ১৩ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন ৯১ লাখ ৮৮ হাজার ৮৭ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ৪ কোটি ৫৯ লাখ ৪০ হাজার ৪৩৮ টাকার শেয়ার।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৮ দশমিক ৭৫ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন ৪ হাজার ৬১০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ২৩ হাজার ৫১ টাকার শেয়ার। তালিকার চতুর্থ স্থানে রয়েছে তাকাফুল ইসলামী ইন্সুরেন্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৭ দশমিক ৫২ শতাংশ। পঞ্চম স্থানে থাকা প্রভিটা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের দর বেড়েছে ১৩ দশমিক ৮৫ শতাংশ। এরপরের অবস্থানে থাকা কোম্পানিগুলোর দর বেড়েছে যথাক্রমে সেন্ট্রাল ইন্সুরেন্স কোম্পানির ১৩ দশমিক ১৫ শতাংশ; উত্তরা ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ১২ দশমিক ৯৫ শতাংশ; প্যারামাউন্ট ইন্সুরেন্স কোম্পানির ১২ দশমিক ৭৬ শতাংশ; কাট্টলী টেক্সটাইলের ১২ দশমিক ৪৩ শতাংশ এবং অলিম্পিক এক্সেসরিজের ১২ শতাংশ।

এমএ/আরএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!