নৌ মন্ত্রীর ঘোষণা অনুযায়ী উৎসাহ বোনাসের দাবীতে মানববন্ধন

 

নৌ পরিবহন মন্ত্রীর ঘোষণা অনুযায়ী বন্দর কর্মচারীদের ন্যায় সমপরিমাণ উৎসাহ বোনাস প্রদানসহ বিভিন্ন দাবীতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগ।

 

আজ বৃহস্পতিবার সকালে বন্দর ভবনের সম্মুখে বিভিন্ন দাবী আদায়ের ব্যানার ফেস্টুনসহ কয়েকশ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণBandar Sramik-Kormachari League News & Photo- 19.05.20161 সম্পাদক মো. শফর আলী।

 

 

মানববন্ধনের প্রধান অতিথির বক্তব্যে মোঃ শফর আলী বলেন, অতীতে যারা চট্টগ্রাম বন্দরকে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ বন্দরে পরিণত করেন, বর্তমানে তারা আবার বন্দরকে নিয়ে ষড়যন্ত্রে নেমেছে। সকল ষড়যন্ত্র থেকে বিরত থাকার জন্য বন্দর কর্তৃপক্ষের নিকট আহ্বান জানান।

 

তিনি আরো বলেন, নৌ পরিবহন মন্ত্রীর ঘোষণা অনুযায়ী বন্দর কর্মচারীদের ন্যায় সমপরিমাণ উৎসাহ বোনাস প্রদান করতে হবে। অন্যতায় কঠোর আন্দোলনের ঘোষণা প্রদান করার হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

 

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর শ্রমিক লীগ নেতা আবদুল মতিন মাস্টার, নগর শ্রমিক লীগ নেতা কামাল উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক-কর্মচারী লীগ (সিবিএ) সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক মো. আলমগীর, কার্যকরী সভাপতি উৎপল বিশ্বাস, সহ-সভাপতি নুরুল আমিন ভূঞা, মোহাম্মদ মিঞা, যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ, মো. শহীদ উল্লাহ, সহ সম্পাদক ওয়াজি উল্লাহ, আবুল কালাম প্রমুখ।

 

রিপোর্ট : আমিনুল হক শাহীন

এ এস / জি এম এম / আর এস পি :::

 

 

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!