নৌকার ভরাডুবি রাঙামাটির ৯ ইউপিতেই, জয় শুধু একটিতে

রোববার চতুর্থ ধাপে নির্বাচনে রাঙামাটির দুই উপজেলার ১০ ইউনিয়ন পরিষদে (ইউপি) উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ভোট হয়েছে।

রাঙামাটি সদর উপজেলার ৬টি এবং নানিয়ারচর উপজেলার ৪টি ইউপির মধ্যে চেয়ারম্যান পদে স্বতন্ত্র ৯ জন এবং অপরটিতে আওয়ামী লীগ প্রার্থী জয়ী হয়েছেন। নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমান বলেন, ১০টি ইউনিয়নের মোট ৯০টি কেন্দ্রে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সর্বশেষ বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন রাঙামাটি সদরের জীবতলী ইউপিতে সুদত্ত কারবারি (স্বতন্ত্র), মগবান ইউপিতে পুস্প রঞ্জন চাকমা (স্বতন্ত্র), সাপছড়ি ইউপিতে প্রবীণ চাকমা (স্বতন্ত্র) বালুখালী ইউপিতে অমর কুমার চাকমা (আওয়ামী লীগ), বন্দুকভাঙ্গা ইউপিতে অমর চাকমা (স্বতন্ত্র) ও কুতুকছড়ি ইউপিতে কানন চাকমা (স্বতন্ত্র)।

অন্যদিকে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউপিতে অমল কান্তি চাকমা (স্বতন্ত্র), নানিয়ারচর সদর ইউপিতে বাপ্পি চাকমা (স্বতন্ত্র) বুড়িঘাট ইউপিতে প্রমোদ খীসা (স্বতন্ত্র) ও সাবেক্ষং ইউপিতে সুপন চাকমা (স্বতন্ত্র) নির্বাচিত হয়েছেন।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!