নৌকার দুই প্রার্থী জিতলেন সাতকানিয়ার দুই ইউনিয়নে

চট্টগ্রামের সাতকানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চরতী ও নলুয়া ইউনিয়নে জয় পেয়েছে নৌকা। সর্বশেষ খবর অনুযায়ী এই দুই ইউনিয়নে নৌকার প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

এরমধ্যে, নলুয়া ইউনিয়নে নৌকা প্রতীকে ৮ হাজার ৪৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. লিয়াকত আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন ১ হাজার ২৬৫ ভোট।

চরতী ইউনিয়নে নৌকার প্রার্থী মুহাম্মদ রুহুল্লাহ চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার প্রাপ্ত ভোটের সংখ্যা জানা যায়নি।

সপ্তম দফার নির্বাচনে সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল আটটা থেকে সাতকানিয়ার ১৬টি ইউনিয়নে নির্বাচন শুরু হয়। ভোটগ্রহণ শেষ হয় বিকেল চারটায়। এর মাঝে বাজালিয়া ও নলুয়ায় ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় দুজন মারা যান।

এর আগে সাতকানিয়ার চার ইউনিয়নে নৌকা প্রতীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।

নির্বাচিতরা হলেন- কেঁওচিয়ায় মো. ওচমান আলী, সাতকানিয়া সদর ইউনিয়নে মোহাম্মদ সেলিম উদ্দিন, পুরানগড়ে আ ফ ম মাহাবুবুল হক সিকদার ও মাদার্শা ইউনিয়নে আবু নঈম মোহাম্মদ সেলিম।

আরএম/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!