ঐতিহাসিক সব অর্জনে যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে- রেজাউল করিম

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে স্বাধীনতার প্রতীক নৌকার বিজয় নিশ্চিত করতে যুব সমাজের সহযোগিতা চেয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, দেশের প্রায় এক-তৃতীয়াংশ মানুষই যুবসমাজের আওতায়। দেশের ঐতিহাসিক সব অর্জনের সঙ্গে যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) নগরীর বহদ্দারহাটে নিজ বাসভবনে আয়োজিত এক সভায় এসব কথা জানান। যুবলীগের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থীর সমর্থনে এ প্রতিনিধি সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক বদিউল আলম। সঞ্চালনা করেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল হক চৌধুরী রাসেল।

এছাড়াও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক মোঃ মহিউদ্দিন বাচ্চু, চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকা, চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক ফরিদ মাহমুদ, চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক দিদারুল আলম, চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক সুমন।

উপস্থিত ছিলেন যুবলীগের চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারন সম্পাদক অধ্যাপক পার্থ সারথী চৌধুরী, উত্তর জেলার সহ সভাপতি নুরুল মোস্তফা মানিক, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান স্বপন, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা এডভোকেট আনোয়ার হোসেন, আজাদ হাসান বিপ্লব, আকবর হোসেন, সাইদুল ইসলাম, সাখাওয়াত স্বপন, বেলায়েত হোসেন বেলাল, মাসুদ রেজা, নেছার আহমদ, আবু সাঈদ, হেলাল উদ্দিন, আনজুমান আরা আনজু, নুরুল আনোয়ার, শহিদুল ইসলাম শামিম, ভিপি ওয়াসিম উদ্দিন, শহিদুল ইসলাম, অধ্যাপক কাজী সৃজিত প্রমুখ।

আদর/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!