নোংরা ফ্লোরে ছড়িয়ে আছে আটা ময়দা তেল, মিষ্টির সিরায় ভাসছে তেলাপোকা

হাটহাজারীতে ত্রিবেণী মিষ্টি ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা

হাটহাজারী পৌরসভার কাচারি সড়কের ত্রিবেণী মিষ্টি ভান্ডারের স্বাদের সুনাম মানুষের মুখে মুখে। মানুষ লাইন ধরে মিষ্টিজাত ও বেকারি পণ্য কিনেন। অথচ দীর্ঘদিন ধরে মানুষের বিশ্বাসের সাথে প্রতারণা করে আসছে এই মিষ্টির দোকান।

শনিবার (২৪ এপ্রিল) দুপুর ১টায় ভ্রাম্যমান আদালত অভিযানে গিয়ে দেখে, মিষ্টি ও বেকারি পণ্য তৈরির আটা-ময়দা, তেল, চিনি সহ অন্যন্য জিনিস নোংরা ও অস্বাস্থ্যকর নোংরা ফ্লোরে ছড়িয়ে পড়ে আছে৷ মিষ্টিতে ব্যবহৃত সিরা কুচকুচে কালো, আবার সে সিরায় তেলেপোকা ভাসছে৷ এসব পণ্য সুন্দর দেখানোর জন্য ব্যবহৃত হচ্ছে ক্ষতিকর রং। উৎকট গন্ধে বমি হওয়ার ভাব৷ এমন নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি পণ্য কিনে খাচ্ছেন সাধারণ মানুষ।

হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শরিফ উল্লাহর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ১ লাখ টাকা জরিমানা করা হয় ত্রিবেণীকে। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও ক্ষতিকর রং ব্যবহারের অপরাধে এ জরিমানা করা হয়েছে বলে জানান নির্বাহী কর্মকর্তা।

সিএম/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!