নোংরা পরিবেশ, মুরাদপুরের আল মক্কা হোটেলে তালা দিলো নির্বাহী ম্যাজিস্ট্রেট

নোংরা পরিবেশে খাবার পরিবেশনের দায়ে চট্টগ্রামের মুরাদপুরের আল মক্কা হোটেল এন্ড বিরিয়ানির হাউসে তালা দিয়ে সীলগালা করে দিয়েছেন সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩০ মার্চ) দুপুরে এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম। এই প্রতিষ্ঠানকে দুই লক্ষ টাকা জরিমানাও করা হয়।

মারুফা বেগম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আল মক্কা হোটেলকে মুলত পরিস্কার করার জন্য তালা লাগিয়ে দিয়েছি। তাদের দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা পরিশোধ করে পরিবেশ পরিছন্ন করা হলে এই হোটেল পুনরায় খুলে দেওয়া হবে।’

সুত্র জানায়, আল মক্কা হোটেল এন্ড বিরিয়ানির হাউসের রান্না ঘরে প্রচুর তেলাপোকা দেখতে পান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া হোটেলটিতে নোংরা পরিবেশে টেবিলে খাবার পরিবেশন করা হচ্ছিল।

এএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!