নোংরা পরিবেশ, জরিমানা গুনল সীতাকুণ্ডের ৪ হোটেল

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদর মোহন্তেরহাটে লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা ও পরিবেশ অপরিচ্ছন্ন থাকায় চারটি হোটেলকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৩ আগস্ট) বিকাল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন।

অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশ ও লাইসেন্স না থাকায় রাজবাড়ি রেস্তোরাঁ অ্যান্ড পার্টি সেন্টারকে পাঁচ হাজার টাকা, সৌদিয়া হোটেলকে পাঁচ হাজার টাকা, আল-আমিন রেস্তোরাঁকে ১০ হাজার টাকা এবং ভাই ভাই হোটেলকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অমলেন্দু সেন সুইটস এবং গোবিন্দ হোটেলের পরিবেশ ভালো থাকলেও আরও পরিচ্ছন্ন রাখতে মৌখিক নির্দেশ দেওয়া হয়।

ইউএনও মো. শাহাদাত হোসেন বলেন, ‘পৌরসদর মোহন্তেরহাটের ছয়টি হোটেল ও খাবারের দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। এরমধ্যে কোনোটির লাইসেন্স নেই, আবার কোনোটির পরিবেশ অপরিচ্ছন্ন পাওয়া গেছে। তাই চারটি খাবার হোটেলকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাকি দুটি হোটেলের পরিবেশ ভালো ছিল।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!