নৌকাডুবিতে নিখোঁজ নারীর লাশ ভেসে এল মাতামুহুরীর তীরে

বান্দরবানের আলীকদমে মাতামুহুরী নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ২ জনের মধ্যে একজনের লাশ উদ্ধার হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় আলীকদম চৈক্ষ্যং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চৈক্ষ্যংয়ের কুম এলাকায় নদীর তীরে পড়ে থাকা অবস্থায় স্থানীয়রা লাশ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। উদ্ধার করা লাশটি নিখোঁজ মুন্নি আক্তারের (২০) বলে শনাক্ত করেছেন তার স্বামী আব্দুল কুদ্দুস।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রকিব উদ্দিন জানান, উদ্ধারকৃত লাশটি ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের পর লাশটি তার পরিবারের হস্তান্তর করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) হ্লারীর চর এলাকায় দক্ষিণ নয়াপাড়ার বাসিন্দা নুর মোহাম্মদের খামারের কাজ করে সন্ধ্যা ৬ টায় ৫ নারী শ্রমিকসহ ৮ জন শ্রমিক ছোট নৌকায় করে মাতামুহুরী নদী পারাপারের সময় বুঝিরখালের মুখে (মোহনায়) ঘূর্ণিপাকে ডুবে যায়। তাদের চিৎকার শুনে স্থানীয়রা ও ঘটনাস্থলে পাশে থাকা ইঞ্জিনচালিত নৌকা গিয়ে নৌকার মাঝিসহ ৬ জনকে উদ্ধার করেন কিন্তু দুই নারী শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা অনেক চেষ্টা করেও তাদের উদ্ধার করতে পারেনি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!