নেতাদের ছাড়াই ‘যুবলীগের’ বৈঠক মেয়র নাছিরের সঙ্গে

ডেঙ্গুর প্রাদুর্ভাবের সময়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী মশা নিধন কার্যক্রমের নামে ছবি তুললেও জনসচেতনতা কার্যক্রমে তাদের উপস্থিতি তেমন ছিল না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি ও মেয়র আ জ ম নাছির উদ্দিন।

বুধবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে মেয়র আ জ ম নাছির উদ্দিনের সঙ্গে চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের কয়েকজন নেতা ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গেলে প্রসঙ্গক্রমে তিনি এ মন্তব্য করেন।

এ বৈঠকে মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক ছাড়াও গুরুত্বপূর্ণ নেতারা অনুপস্থিত ছিলেন। উল্লেখযোগ্যদের মধ্যে মেয়রপন্থী যুগ্ম আহবায়ক দিদারুল আলমই কেবল উপস্থিত ছিলেন।

মেয়র নাছির বলেন, ‘ডেঙ্গু প্রাদুর্ভাবের এই সময়ে আমাদের নেতাকর্মীদের অনেকেই মশক নিধন কার্যক্রমের সাথে ছবি তুলেছেন। দুঃখজনক হলেও সত্যি, অনেক ক্ষেত্রেই তারা ছবি তুলে কাজ সেরেছেন। জনসচেতনতা কার্যক্রম বা সেবা কার্যক্রমে নেতাকর্মীদের উপস্থিতি তেমন ছিল না, এমন অভিযোগ শোনা গেছে। কিন্তু রাজনীতির মটো (লক্ষ্য) হওয়া উচিত জনকল্যাণ। জনগণের সেবায় রাজনৈতিক নেতাকর্মীকে নিবেদিত হতেই হবে। নইলে জনগণ আমাদেরকে ভুলে যাবে।’

তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে দেশজুড়ে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রাণঘাতী এই রোগে অনেকে মারা গেছেন। তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় চসিকের জোরদার মশক নিধন কার্যক্রম পরিচালিত হওয়ায় চট্টগ্রামে ইতিবাচক সফলতা পাওয়া গেছে। মশক নিধন কার্যক্রমে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসনও চসিকের সাথে সহায়ক কার্যক্রম পরিচালনা করেছে। ফলে চট্টগ্রামে অন্যান্য অঞ্চলের মত ডেঙ্গুর প্রাদুর্ভাব ঘটেনি। তাছাড়া চসিক রোগীদেরকে বিনামূল্যে রক্ত পরীক্ষা সহ নানামুখী সেবা দিয়ে যাচ্ছে।’

যুবলীগ নেতৃবৃন্দের উদ্দেশ্যে আ জ ম নাছির উদ্দিন আরো বলেন, ‘চট্টগ্রাম মহানগরের থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের সকল কমিটিকে সক্রিয় করতে হবে। জনমুখী রাজনীতি চর্চার মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করতে হবে।’

এ সময় চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক দিদারুল আলম, সদস্য ও কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সদস্য আরশাদুর রহমান আসাদ, আবদুর রহিম, লিটন রায় চৌধুরী, বেলায়েত হোসেন রুবায়েত, এসএম আলম, ওয়াহিদুল আলম শিমুল, তানভীর আহমেদ রিংকু, সাখাওয়াত হোসেন সাকু, খোরশেদ আলম রহমান, সাহেদ হোসেন টিটু প্রমুখ উপস্থিত ছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!