নুসরাত জাহান রাফি হত্যা: বাঘাইছড়িতে মানববন্ধন

ফেনীর সোনাগাজী মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফির উপর প্রতি যৌন হয়রানি ও অগ্নিসংযোগে তাকে নৃশংস হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করলো সামাজিক সেবামূলক সংগঠন “হৃদয়ে বাঘাইছড়ি”।

বাঘাইছড়ি উপজেলা পরিষদের সম্মুখে সংগঠনটির প্রতিষ্ঠাতা প্রকৌশলী মাহমুদুল হাসান সোহাগের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন নির্বাহী সদস্য ইমরান হোসেন জুমান।

বক্তব্য রাখেন কাচালং সরকারি কলেজের প্রভাষক মো.কামাল হোসেন মীর, লক্ষীপূর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব জুয়েল দেব, রাঙামাটি জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য ও রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শফিউল আলম মিয়া, সংগঠনের সদস্য আব্দুল গফুর সোবেলসহ আরো অনেকে।
বক্তারা বলেন, নুসরাত হত্যার দৃষ্টান্তমূলক সাজা হতে হবে। এভাবে বিচারকার্য হলে ভবিষ্যতে বাংলাদেশে ধর্ষণ প্রতিহত হবে।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে মাহমুদুল হাসান বলেন, হৃদয়ে বাঘাইছড়ির সকল সদস্যরা সোচ্চার রয়েছেন বাঘাইছড়িতে কেউ যেন ইভটিজিংসহ যৌন হয়রানিমূলক কোন কাজ করার সুযোগ না পায়।

এতে উপস্থিত ছিলেন ‘হৃদয়ে বাঘাইছড়ি’ রাঙ্গামাটি ইউনিটের আহ্বায়ক মো. আশিকুর রহমান মানিক, চট্রগ্রাম ইউনিটের সদস্য তৈয়বুর রহমানসহ বাঘাছড়ি ইউনিটের সকল সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!