নিয়ম না মেনে চলছিল গণপরিবহন, ৬ চালককে অর্থদণ্ড

চট্টগ্রাম নগরীর কয়েকটি স্থানে অভিযান চালিয়ে সরকারি নির্দেশনা অমান্য করায় ৬ বাস চালককে অর্থদণ্ড করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে জিইসি মোড়, মুরাদপুর ও শাহ আমানত সেতু এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অতিরিক্ত যাত্রীবহন, অতিরিক্ত ভাড়া আদায় ও সিটি কর্পোরেশনের বাইরে যাত্রী পরিবহনের দায়ে ৬ চালককে ৮ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, অনেক বাসে নিয়ম না মেনে অধিক যাত্রী নিয়েছিল চালককরা। একইসঙ্গে মহানগরীর বাইরে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছিল না। এসব অনিয়মের দায়ে কয়েকজন চালককে অর্থদণ্ড করা হয়েছে। একইসঙ্গে মাস্ক না পরার অপরাধে ১০ যাত্রীকেও অর্থদণ্ড করা হয়।

আইএমই/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!