‘নির্বাচন বানচালের সুযোগ দেওয়া হবে না’

‘নির্বাচন বানচালের সুযোগ দেওয়া হবে না’ 1নিজস্ব প্রতিবেদক : আগামী নির্বাচন বানচালের সুযোগ দেওয়া হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

মঙ্গলবার (২৩ অক্টোবর) বিকেলে ৪০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামী ২৭ অক্টোবর নগরের সিইপিজেড চত্ত্বরে গণসমাবেশ সফল করার লক্ষ্যে পতেঙ্গা থানা আওয়ামী লীগ এ কর্মীসভার আয়োজন করে।

খোরশেদ আলম সুজন বলেন, বাংলাদেশ যখন শেখ হাসিনার নেতৃত্বে আজ উন্নতির উচ্চ শিখরে আরোহন করতে চলেছে ঠিক তখনই কিছু স্বার্থান্বেষী গোষ্ঠি বাংলাদেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে। তারা দেশে বিদেশে বাংলাদেশের নামে বিভিন্ন অপপ্রচার ছড়াচ্ছে। জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সাহস হারিয়ে তারা এখন নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তাদের সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ফলপ্রসূ করে তুলতে হবে। এ বিষয়ে সকল দেশপ্রেমিক নাগরিককে সতর্ক থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার উদাত্ত আহবান জানান।
পতেঙ্গা থানা আওয়ামী লীগের আহবায়ক হাজী আব্দুল হালিম কোম্পানীর সভাপতিত্বে ও ৪০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চৌধুরী আজাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জহুর আহমদ কোম্পানি, কার্যনির্বাহী সদস্য রোটারিয়ান মো. ইলিয়াছ, পতেঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এস এম ইসলাম, ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর হাজী ছালেহ আহমদ চৌধুরী, ৪০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল বারেক কোম্পানী, ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম, আওয়ামী লীগ নেতা মুছা কোম্পানী, মো. আলী প্রমুখ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!