নির্বাচন কমিশনের অফিস সহায়কের ৪ দিনের রিমান্ড

এনআইডি জালিয়াতি

এনআইডি জালিয়াতির ঘটনায় গ্রেপ্তার চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়ের অফিস সহায়ক নাজিম উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৯ নভেম্বর) মামলাটির তদন্তকারী সংস্থা কাউন্টার টেরোরিজম ইউনিটের করা ৭ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান ।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মো. কামরুজ্জামান চট্টগ্রাম প্রতিদিনকে এই খবর নিশ্চিত করেছেন।

তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক রাজেশ বড়ুয়া চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, এই মামলার তদন্তে নাজিম উদ্দিনের সম্পৃক্ততার কথা জানা গেছে। এই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছিলাম আমরা। শুনানী শেষে বিজ্ঞ আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

উল্লেখ্য সোমবার বিকেল ৩ টায় চট্টগ্রাম লাভলেইনের জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম ইউনিট।

এআরটি/এসবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!