নির্বাচনের চেয়ে জীবন অনেক মূল্যবান—প্রধান নির্বাচন কমিশনার

চসিক নির্বাচন উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়

একটি জীবন নির্বাচনের চেয়ে অনেক মূল্যবান বলে মন্তব্য করে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ নির্বাচন করতে প্রার্থীসহ সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার একেএম নুরুল হুদা।

রোববার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম সার্কিট হাউজে চসিক নির্বাচন উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘এর মধ্যেই কয়েকজন নিরীহ মানুষের প্রাণ ঝরেছে। আমরা তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। একটি জীবন এই নির্বাচনের চাইতে অনেক মূল্যবান।’

কে এম নূরুল হুদা বলেন, ‘এ অবস্থায় নির্বাচনের প্রার্থী-সমর্থকরা খুব সতর্কতার সঙ্গে নির্বাচনী কার্যাবলী পালন করবেন। আমরা এতুটুকু আশা করি। প্রতিযোগিতায় নির্বাচন শুরু হবে কিন্তু সহিংসতায় শেষ হবে না। সংঘাত সংঘর্ষে জীবন চলে যাবে, এটা হতে পারে না।’

এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ ভূমিকা রাখার উপদেশ দিয়ে সিইসি বলেন, ‘আপনাদের কাছে একজন প্রার্থীর পরিচয় সে প্রার্থী। সে কোন দলের, মতের, গোত্রের সেটা পরিচয় নয়। প্রত্যেককে তাদের নির্বাচনী প্রচারণায় আইনি সহায়তা দেওয়ার দায়িত্ব আপনাদের। এটি নিয়ে কোনো প্রশ্ন না উঠে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা ও ভোট সংশ্লিষ্ট কাজে যারা নিয়োজিত থাকবেন তাদের সকল প্রার্থীর প্রতি সমান নজর রাখতে হবে।’

এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান প্রমুখ।

এআরটি/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!