নির্দেশনা না মেনে সাদিয়া’স কিচেন গুনল জরিমানা

লকডাউনের প্রথমদিনেই নিয়ম না মানার কারণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৩ মামলায় ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৫ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন।

নগরীর চকবাজার এলাকায় গিয়ে দেখা যায়, সরকারি নির্দেশনা উপেক্ষা মানুষ রেস্টুরেন্টে বসে খাচ্ছিলেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস অভিযান চালিয়ে সাদিয়া’স কিচেনসহ কয়েকটি রেস্টুরেন্টকে জরিমানা করেন। অভিযানে ৬টি মামলায় ৮ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে কোর্ট বিল্ডিং, এমএ আজিজ স্টেডিয়াম ও জিইসি মোড় এলাকায় অভিযান চালিয়ে সন্ধ্যা ছয়টার পর খোলা রাখার অপরাধে সাদিয়া’স কিচেন জিওসি মোড় শাখা ও অন্যান্য খাবারের দোকান ও সেলুনসহ মোট ১৪টি মামলায় ৪ হাজার ৬০০ টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদের নেতৃত্বে আগ্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১৩টি মামলায় ১ হাজার ১৫০ টাকা জরিমানা করা হয়েছে।

সিএম/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!