নিবন্ধন না থাকায় ৩ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ মিরসরাইয়ে

স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধন না থাকায় চট্টগ্রামের মিরসরাইয়ে তিনটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মিনহাজ উদ্দিন অভিযান চালিয়ে ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধ রাখার নির্দেশ দেন।

ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো জননী ক্লিনিক্যাল ল্যাব, মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার ও করেরহাট ডিজিটাল ল্যাব ডায়াগনস্টিক সেন্টার।

অভিযানে উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর শংকর প্রসাদ বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মো. আরিফুল ইসলাম।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মিনহাজ উদ্দিন বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় মিরসরাই উপজেলা স্বাস্থ্য বিভাগ বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। মঙ্গলবার উপজেলার বিভিন্ন বাজারে অবস্থিত সাতটি ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করা হয়। এ সময় নিবন্ধন কাগজ না থাকায় বারইয়ারহাট বাজারের জননী ক্লিনিক্যাল ল্যাব, মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার ও করেরহাট বাজারের করেরহাট ডিজিটাল ল্যাবের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।’

এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!