নিজের মামলায় নিজেই গ্রেপ্তার পুলিশের সাবেক এসপি বাবুল আক্তার

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের দায়ের করা মামলায় তাকেই গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (৯ জানুয়ারি) চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল হালিমের আদালত এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাবুল আক্তারের আইনজীবী অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী। তিনি মুঠোফোনে চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের দায়ের করা নগরীর পাঁচলাইশ থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন আদালত শুনানী শেষে মঞ্জুর করেছেন।’

ইফতেখার সাইমুল চৌধুরী আরও বলেন, ‘আমরা আদালতকে আইনের যুক্তি তুলে ধরেছি। কিন্তু আদালত তারপরও এ আদেশ দিয়েছেন। এভাবেতো আসলে হয়না। এ ঘটনায় দুই মামলা আদালতে চলতে পারে না। আমরা এ বিষয়ে উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

আইএমই/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!